আশুগঞ্জে মেঘনা নর্দীতে পুলিশের টহলবাহী নৌকা ডুবে দুই পুলিশ গুরুত্বর আহত, দুটি অস্ত্র নিখোঁজ
মোহম্মদ মাসুদ, সরাইল:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নর্দীর তাজপুর এলাকায় দুটি নৌকার ধাক্কায় পুলিশের টহলবাহী নৌকা ডুবে দুই পুলিশ গুরুত্বর আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো আশুগঞ্জ থানার কনষ্টেবল আব্দুল মান্নান (৪৫), হুমায়ুন কবীর (৪৬)। এ সময় পুলিশের ১টি সর্টগান ও ১টি চাইনিজ রাইফেল পানিতে তলিয়ে গেছে। নৌকা ডুবির পর থেকে নৌকাটি উদ্ধারের জন্য স্থানীয় ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে এবং ঢাকা থেকে ফায়ার সার্ভিসে ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।
আশুগঞ্জ থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন জানান আজ সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা নদীর তাজপুর এলাকা থেকে নৌকার তৈল নেয়ার জন্য আশুগঞ্জ আসার পথে বিপরীত দিক থেকে অপর একটি নৌকা পুলিশের টহলবাহী নৌকাটিকে ধাক্কা দেয়। তখন নিয়ন্ত্রন রাখতে না পারায় নৌকাটি নদীতে ডুবে যায়। নৌকার ভিতরে আশুগঞ্জ থানার একজন উপ-পরিদর্শকসহ আরো ৩জন কনষ্টেবল ছিল। প্রথমে উপ-পরিদর্শক ও একজন কনষ্টেবল তীর আসতে পারলেও বাকী দুজন কনষ্ট্রেবল নৌকার ভিতরে ছিল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশের দুটি অস্ত্র নিখোজ রয়েছে। তিনি জানান এখনো তলিয়ে যাওয়া নৌকাটি উদ্বার করা সম্ভব হয়নি।