Main Menu

আশুগঞ্জে ময়লার স্তূপে মিললো নবজাতকের লাশ

+100%-

আশুগঞ্জে নবজাতক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ গোলচত্ত্বরের দক্ষিণ পাশের ময়লার স্তূপের উপরে নবজাতকের অর্ধগলিত লাশটি পাওয়া যায়।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে গোলচত্ত্বরের দক্ষিণ পাশের ময়লার স্তূপে প্লাস্টিকের বস্তার উপরে পড়েছিল নবজাতকের লাশটি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। তারপর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, কারা কখন নবজাতকটিকে ফেলে গেছে সেই তথ্য জানাতে পারেননি স্থানীয়রা।পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।






Shares