আশুগঞ্জে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে প্রায় ৩০হাজার মিটার ক্যারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। শুক্রবার দুপুরে উপজেলার তালশহর বাজার থেকে অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি খবর টের পেয়ে এসব কারেন্ট জাল রেখে পালিয়ে অসাধু ব্যবসায়ি।
পরে ভ্রাম্যমান আদালতে ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল আলম এর উপস্থিতিতে এসব অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধবংস করা হয়। আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান জানান কারেন্ট জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। তবে তিনি আরও জানান উপজেলা বিভিন্ন হাট বাজারে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
« নবীনগরে জাতীয় পার্টির কর্মী সমাবেশ (পূর্বের সংবাদ)