Main Menu

আশুগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ:: ১জন নিহত, আহত ২০জন

+100%-

asu acci 6-1-16 (1)

প্রতিনিধি:: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার সামনে সোনারামপুর এলাকায় আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহতে হয়েছে। আহত হয়েছে ২০জন। আহতদের স্হানীয় ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫জনের অবস্হা আশংকা জনক। দুটি বাসের অধিকাংশ আহত যাত্রীদের বাড়ি হবিগঞ্জে। নিহতের নাম আক্কাস মিয়া (৩৫)। সে হবিগঞ্জের আসব আলী মিয়ার ছেলে।
asu acci 6-1-16 (3)
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, হবিগঞ্জ থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে হবিগঞ্জের লাখাইগামী বিআরটিসি পরিবহনের একটি বাস আশুগঞ্জ থানা এলাকা অতিক্রম করার সময় দুটি বাসের মুখোমুৃখি সংঘর্ষ হয়। এ সময় উভয় বাসের ২০জন যাত্রী আহত ও ১জন নিহত হয়েছে। মুখোমুখি সংঘর্ষের কারনে দুটি বাস দুমড়ে মুচরে যায়।

asu acci 6-1-16 (2)

দূর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পার্শ্বে আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে দুপুর ১২টায় যান চলাচল স্বাভাবিক হয়।






Shares