আশুগঞ্জে অসাম্প্রদায়িক চেতনা গঠনে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আশুগঞ্জে অসাম্প্রদায়িক চেতনা গঠনে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে আশুগঞ্জের হাইওয়ে রেস্টুরেন্ট হোটেল উজান ভাটি এন্ড রিসোর্টে আলোকিত নারী উন্নয়ন সংস্থা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর।
বীর মুক্তিযোদ্ধা শফর আলী পাটোয়ারীর নাতনী ও আশুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবু আসিফ আহমেদ এর সহধর্মীনী, আরিয়ান গ্রুপের পরিচালক, আলোকিত নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মেহেরুন নিছা মেহেরীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ রোকন উদ দৌলা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ইউএসএ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি পীরজাদা নুরুল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইউনিভার্সিটির ডিন প্রফেসর শেখ মাহমুদ আলম, আব্দুল কাদির মোল্লা কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান, ইউরো বাংলা সিটির লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লোকমান হোসেন, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদুর রহমান, ফিরোজ মিয়া কলেজের অধ্যক্ষ আহমদ উল্লাহ খন্দকারসহ সামাজিক বিশিষ্ট ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
আলোচনা সভার বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না, বঙ্গবন্ধুর হাত ধরেই এ দেশ স্বাধীন হয়েছে। তাই বঙ্গবন্ধুর আর্দশকে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশে গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতেই কাজ করছে আলোকিত নারী উন্নয়ন সংস্থা।