Main Menu

আশুগঞ্জের তারুয়া গ্রামে বাবা-মায়ের কবরের পাশে চির নিদ্রায় শামীম মোহাম্মদ আফজাল

+100%-

ইসলামী ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের লাশ দাফন সম্পন্ন হয়েছে। তাকে তার বাবা-মায়ের কবরের পাশে শায়িত করা হয়।

শুক্রবার বাদ জুমা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার মরহুমের নিজ এলাকা তারুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।

এর আগে তারুয়া গ্রামে মরহুমের নিজ প্রতিষ্ঠিত মাদ্রাসা মাঠে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা এহসানুল হক জিলানী।

এ সময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী মো. নাজিমুল হায়দার, ইসলামী ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মো. শাহ আলম, আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ, ইসলামী ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক কাজী মো. জাবেদ হোসেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান, তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিছ হাসান, তারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদল সাদির, মরহুমের ভাতিজা জিএম তানিম ও নাসিম দিদার প্রমুখ।

এ ছাড়াও জানাজায় সীমিত পরিসরে এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট আলেমগণ অংশ নেন।