Main Menu

ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর ) আসনে আ’লীগের মনোনয়ন ফরম কিনলেন যারা

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতো:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসনে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ।

মনোনয়ন ফরম কেনার জন্য সকলেই কর্মী-সমর্থকদের সাথে নিয়ে রাজধানীতে যান প্রার্থীরা। আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির প্রথম ও ২য় দিনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সম্ভাব্য সকল প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

শুক্রবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার (১০ নভেম্বর) সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যারা তারা হলেন বর্তমান সংসদ আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর স্ত্রী আলহাজ্ব দিলশাদ আরা বেগম (মিনু),উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, সাবেক কেন্দ্রীয় কৃষকলীগ নেতা এমএ করিম,কেন্দ্রীয় কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া,কেন্দ্রীয় যুব মহিলা লীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক এম.বি কানিজ,জেলা কৃষকলীগের নিবার্হী কমিটির সদস্য মোঃ আলী আশ্রাফ,বাংলাদেশ হিন্দু মহাজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি এডঃ রাখেশ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ এহছানুল হক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম আলমগীর হক, হিন্দু বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের নাসিরনগর উপজেলা শাখার সভাপতি আদেশ চন্দ্র দেব, আওয়ামী প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইঞ্জি: ইখতেশামুল কামাল, এডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পি, বাংলাদেশ আওয়ামী লীগ, মহিলা আসন-৩১.

উল্লেখ্য নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর,বাছাই ২২ নভেম্বর,প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর এবং ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর। এ আসনে ভোটার ২ লক্ষ ১৩ হাজার ৯শ’ ৭০ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ১০ হাজার ৪‘শ ৪৭ জন ও নারী ভোটার ১ লক্ষ ৩ হাজার ৫‘শ ২৩ জন।






Shares