Main Menu

নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে ভয়াবহ সংঘর্ষ। আহত ৫

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে:নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে ভয়াবহ সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে। উভয় পক্ষের ৫ জন আহত হয়। মো.জাহির হোসেন এবং ছন্দু মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিরোধ ও জমি সংক্রান্ত মামলা চলছিল।
২৩ এপ্রিল সোমবার বিকেল ৫ টায় উৎ পেতে থাকা ছন্দু মিয়ার লোকজন মো. হৃদয় মিয়া(২২) উপর দেশিয় অস্ত্র নিয়ে আক্রমন করে। হৃদয় মিয়ার মৃত্যু নিশ্চিত মনে হওয়ায় তারা পালিয়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

এলাকাবাসী জানায়, সন্ধ্যার সময় যখন ঘরে ফিতে যাব, তখন মানুষের কলরব শুনে আমরা এগিয়ে যাই। পরে ঘটনা স্থলে গিয়ে মূমূর্ষ অবস্থায় হৃদয়কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। যেহেতু আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি এখন প্রয়োজনীয় ব্যবস্থা নিব।






Shares