Main Menu

নাসিরনগরে নববধুর রহস্যজনক মৃত্যু

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধি:: নাসিরনগরে ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস আটকে এক নববধু আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৮এপ্রিল) পূর্ভভাগ ইউনিয়নের পূর্ভভাগ গ্রামে। পূর্ভভাগ গ্রামের সাবেক মেম্বার সৌদি প্রবাসী ইমরানের সাথে বেজুরা গ্রামের মৃত শাহআলমের কন্যা পান্না(১৯) বিয়ে হয়। মাত্র তিন মাস আগে বিয়ে হয় তার। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোই কাটছিল। কিছুদিন আগে শহিদুল তার স্ত্রীকে রেখে সৌদি আরব চলে যায়। অজ্ঞাত কারণে সে বাড়ির সবার অজান্তে ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস আটকে আত্মহত্যা করে।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) আবু জাফর বলেন, পুলিশ ঘটনাস্থান পরিদর্শন ও সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন। এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।






Shares