Main Menu

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে এক বৃদ্ধ খুন

+100%-

Khun-imageনাসিরনগর প্রতিনিধিঃ-ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে এক বৃদ্ব খুন হওয়র খবর পাওয়া গেছে ।খুন হওয়া ওই বৃদ্বের নাম মোঃ চাঁন মিয়া (৬৫)। নিহতের পিতার নাম হাজী মোঃ ইদু মিয়া । সে কচুয়া ওয়ার্ড বি এন পির সাংগঠনিক সম্পাদক বলে জানান সাবেক চেয়ারম্যান ও উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক মোঃ আলগীর হোসেন ।

চাতলপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ ফজলুর রহমান জানান, গ্রামের শুক্কুর আলী ও মোঃ আক্কাছ মিয়ার মাঝে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।মঙ্গলবার বিকাল প্রায় চার ঘটিকার সময় দুই পক্ষের মাঝে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে মারামারি শুরু হয়।এ সময় নিহত চাঁন মিয়া মারা মারি থামাতে গেলে দেশীয় তাদের হাতে থাকা বল্লমের আঘাতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় ।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রির্পোট সংগ্রহ করে ।আগামী কাল লাশের ময়না তদন্ত শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি ।তবে মামলা না হলে ও প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
নাসিরনগরের গোর্কণ ইউনিয়নে নৌকার প্রচারনায় বিশাল বৈঠা মিছিল ।
নাসিরনগর(ব্রাক্ষণবাড়িয়া)প্রতিনিধিঃÑমঙ্গলবার বেলা প্রায় চার ঘটিকার সময় ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ হাসান খানের প্রচারনার অংশ হিসেবে এক বিশাল বৈঠা মিছিল বের হয়।আকাশী এগ্রো ফার্মের প্রোঃ শেখ মোঃ জোবায়ের ও এলাকা বাসীর প্রায় ২/৩ হাজার লোকের সমন্ময়ে এক বৈঠা মিছিল বের হয় ।এ সময় মিছিলটি গোর্কণ থেকে চৈয়ার কুড়ি বাজার হয়ে জেঠাগ্রাম পর্যন্ত ডিঘর ঘুরে গোকর্ণ সৈয়দ ওয়ালি উল্লাহ উচ্চ বিদ্যায়ল মাঠে আলোচনা সভা মিলিত হয় ।আলোচনা সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মোঃ হাসান খান,সাবেক চেয়ারম্যান সৈয়দ নৌশাদ উল্লাহ,পার্থ প্রতিম সোম মোঃ আবেদ মিয়া,ভানু চন্দ্র দেব,বশীর উদ্দিন (বাচ্চু),মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ কামরুল ইসলাম,অকাশী এগ্রোফার্মের মালিক শেখ মোঃ জোবায়ের আহম্মদ।মিছিলকারীরা আগামী ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ হাসান খান কে নৌকা মার্কায় প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতেইউনিয়নের সর্বস্তরের জনগণের ও সাধারণ ভোটারদের প্রতি আহবান জানান।এ সময়ে নৌকার মিছিলে মুখরিত হয়ে উঠে সমস্ত এলাকা।






Shares