ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের দীর্ঘমেয়াদি সহযোগিতা হিসেবে ১০০ দিনের কর্মসূচি নেওয়া হচ্ছে। তাৎক্ষণিক সহযোগিতা হিসেবে জিআর (গ্রান্ট) রিলিফে'র ৫০ মে:টন চাউল ও দু'লাক্ষ নগদ টাকা পাচ্ছেন হাওরের ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র কৃষকরা।
নাসিরনগরে কৃষকদের দীর্ঘমেয়াদি সহায়তার আশার বাণী শোনালেন ইউএনও মো: লিয়াকত আলী
এম.ডি.মুরাদ মৃধা:নাসিরনগর সংবাদদাতা:ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের দীর্ঘমেয়াদি সহযোগিতা হিসেবে ১০০ দিনের কর্মসূচি নেওয়া হচ্ছে।
তাৎক্ষণিক সহযোগিতা হিসেবে জিআর (গ্রান্ট) রিলিফে’র ৫০ মে:টন চাউল ও দু’লাক্ষ নগদ টাকা পাচ্ছেন হাওরের ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র কৃষকরা।
অপরদিকে, বন্যাকবলিত হাওরাঞ্চলে কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে নতুন ঋণ বিতরণ ও রেয়াতি সুদে ঋণ কার্যক্রম জোরদার করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই সূত্র ধরে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার নাসিরনগরের ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি বেসরকারি ও এনজিওর পরবর্তী ফসল ঘরে তুলার আগ পর্যন্ত কৃষি ঋণ আদায় স্থগিত করারও নির্দেশ দিয়েয়েছেন ।