Main Menu

নাসিরনগর হামলা : আ.লীগ নেতা আবদুল আহাদের রিমান্ড মঞ্জুর

+100%-

%e0%a6%86%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87ডেস্ক ২৪:: ফেসবুকে ধর্মীয় অবমাননার ছবি পোস্টের ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লীতে চালানো হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল আহাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন তার রিমান্ড মঞ্জুর করেন।

জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে আবদুল আহাদকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিনের আদালতে আবদুল আহাদকে হাজির করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর বিকেলে নাসিরনগর উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার নিজ বাড়ি আবদুল আহাদকে গ্রেফতার করে নাসিরনগর থানা পুলিশ।






Shares