Main Menu

নাসির নগরে প্রধান শিক্ষকের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

+100%-

নাসিরনগর সংবাদদাতা, ব্রাক্ষণবাড়িয়া :: ব্রাক্ষনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজুয়ান উদ্দিন (খাজু)র বিরুদ্ধে নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ২৮ জুন গ্রামের অসহায় দিন মুজুর মোঃ আহাদ আলী বাদি হয়ে নাসিরনগর থানার মামলা নং ২৮ রুজু করে । এ মামলা প্রধান শিক্ষক মোঃ রেজুয়ান উদ্দিন খাজুকে প্রধান আসামী সহ কুদ্দুস মিয়ার ছেলে মোঃ তোফায়েল কে ২নং আসামী করা হয়েছে । বাদি জানান, ঘটনার সময় সন্ধ্যায় তার কিশোরী মেয়ে ইফতারের সময় টিউবওয়েল থেকে পানি নিয়ে বাড়িতে আসার সময় পুর্ব থেকে ওৎপেতে বসে থাকা দুই আসামী কিশোরীর মুখে ওড়না দিয়ে মুখে চেপে ধরে পাশের পাঠখেতে নিয়ে কাপড় চোপড় টেনে ছিড়ে ধর্ষণের চেষ্টা চালায়।ওই সময়ে কিশোরী অনেক চেষ্টা করে দস্তা দস্তি করেচিৎকার দিলে ধর্ষকরা পালিয়ে গেলে কিশোরী ধর্ষকদের হাত থেকে রেহাই পায়।পরে কিশোরী তার অভিভাবককে ঘটনাটি জানালে পরদিন থানায় মামলা হয়।নাসির নগর থানা পুলিশের এস আই মোঃ মহি উদ্দিন সুমন জানান প্রকৃত ঘটনা উদ্ধারে তদন্ত চলছে। জানা গেছে ওই প্রধান শিক্ষকের নামে এ মামলা ছাড়াও ব্রাক্ষণবাড়িয়া আদালতে বশীর চৌধুরী বাদি হয়ে সরকারী গম আত্মসাতে দায়ে জি,আর ২০৬/১৩ একটি ও মোঃ জালাল আহম্মেদ বাদি হয়ে মারপিটের দায়ে জি,আর ১১৬/১৩, জি আর ১১৭/১৩ দুটি মামলা চলমান রয়েছে । এ বিষয়ে মামলার প্রধান আসামী মোঃ রেজোয়ান উদ্দিন খাজুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন ঘটনা সম্পূর্ণ মিথ্যা। সাবেক চেয়ারম্যান বাহার চৌধুরী আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছে।






Shares