কাজীর বিরূদ্ধে নিবন্ধন ছাড়া বাল্য বিবাহের অভিযোগ প্রমানিত :দীর্ঘ দিনেও নেওয়া হয়নি আইনাননুগ ব্যবস্থা
ব্রাহ্মনবাড়িয়া ,নাসিরনগর প্রতিনিধি ঃ-ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৩নং কুন্ডা ইউনিয়নের কাজী মোঃ নুরুল ইসলাম ও তার সহকারী মোঃ শাহজামালের বিরুদ্ধে মোটা অংকের অর্থের বিনিময়ে নিবন্ধন ছাড়া বাল্য বিবাহের অভিযোগের সত্যতা প্রাথমিক ভাবে প্রমানিত হলে,দীর্ঘদিনে ও তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি আইনানুগ ব্যবস্থা। জানা গেছে জনৈক কাজী ও তার সহকারীর বিরুদ্ধে নিবন্ধন ছাড়া বাল্য বিবাহ করানোর দায়ে ৩নং কুন্ডা ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ গত ১৬ জুন ২০১৪ তারিখে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এক লিখিত অভিযোগ দাখিল করেন । তাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে ১৪আগষ্ট ২০১৪ তারিখে উভয় পক্ষের উপস্থিতিতে তদন্ত কার্যক্রম অনুষ্টিত হয়।তদন্তে কাজীও তার সহকারীর বিরোদ্ধে রেজিষ্টার মতে লিখিত ৫টি ছাড়া আরো ২৩টি মোট ২৮টি বাল্য বিবাহের অভিযোগ প্রমাণিত হয়।২৮টি বাল্য্রবিবাহ করানোর অপরাধ প্রমাণিত হবার পর গত ১৪ আগষ্ট ২০১৪ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কার্য্যালয়ের উনিঅ/নাসির ২০১৪/৬৮৩ নং স্বারকে অভিযুক্ত কাজীর লিখিত জবাব সহ মুসলিম পারিবারিক বিধান মতে কাজীর বিরোদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ সহ জেলা প্রশাসক,জেলা রেজিষ্টার ও উপজেলা সাব রেজিষ্টার বরাবরে লিখিত প্রতিবেদন দাখিল করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয় থেকে লিখিত প্রতিবেদন পাওয়ার পর ও কাজী এবং তার সহকারীর বিরোদ্ধে আইনানুগ কি ব্যবস্থা নেয়া হয়েছে জেলা রেজিষ্টারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে ?তিনি বলেন, নাসির নগর সাব-রেজিষ্টারকে তদন্তের জন্য বলা হয়েছে। এ বিষয়ে নাসির নগর উপজেলা সাবÑরেজিষ্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমি তদন্ত করে দেখব।এ বিষয়ে কাজী মোঃ নুরুল ইসলামের সাথে যোগাযোগ করে তার অনিয়ম সম্পর্কে জানতে চাইলে তিনি কোন সদোত্তর দিতে পারেনি।