নাসিরনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আহসানুল হক মাষ্টার আর নেই
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগরঃ- সবাইকে শোকের সাগরে ভাসিয়ে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় বিজেপির ভাইস চেয়ারম্যান, জেলা বিজেপির আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসানুল হক মাষ্টার(৬৬) আর নেই। ইন্না লিল্লাহি — রাজিউন। তিনি বুধবার রাত ১২টায় ঢাকা জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে নাসিরনগরে সর্বমহলে নেমে আসে শোকের কালো ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় নাসিরনগর সদরে ও বেলা দুই ঘটিকায় তার নিজ গ্রামের বাড়ি গোকর্ণ ইউনিয়নের নুরপুরে জানাযার নামায অনুষ্ঠিত হবে। পরে রাষ্টীয় মর্যাদায় পারিবারিক কবরাস্থানে তার লাশ দাফন করা হবে। তার মৃত্যুতে নাসিরনগর বি এন পি ও সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক এম এ হান্নান, বাংলাদেশ সাংবাদিক সমিতি নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ আব্দুল হান্নান গভীর শোক প্রকাশ করেছে এবং শোকশন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।