Main Menu

অপহরণ মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি

+100%-

মোঃ আব্দুল হান্নান,নাসির নগর,ব্রাক্ষণবাড়িয়াঃ অপহরণ মামলা করে বিপাকে বাদী। অপহরণ মামলা তুলে না নিলে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ।ঘটনাটি ঘটেছে ২৭ জানুয়ারী ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে। প্রত্যক্ষদর্শী ও মামলা  সুত্রে জানা গেছে ,কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার আয়নার গোপ গ্রামের মোঃ জমির মিয়ার কিশোরী মেয়ে চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণীতে পড়ত। মামলার বাদী মোঃ জমির আলী জানায়, বাবুলের পিতা তার ছেলে বাবুলের জন্য আমার নাবালিকা মেয়ের বিয়ের প্রস্তাব দেয়। আমি তাতে স্বীকৃতি না দিলে তারা  আমার মেয়েকে জোর করে নিয়ে যাবে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার তারিখে পুর্ব পরিকল্পিত ভাবে একই গ্রামের সাদেকুরের ছেলে মোঃ বাবুল মিয়া,তার ভাই মোঃ কবীর মিয়া, ও ইমান বক্সের ছেলে মোঃ সাদেকুর রহমান মিলে আমার কিশোরী মেয়েকে অপহরন করে নিয়ে যায়। ওই ঘটনায় কিশোরীর পিতা মোঃ জমির আলী বাদী হয়ে তিন জনকে আসামী করে ব্রাক্ষনবাড়িয়া জেলার নাসির নগর থানার অপহরণ মামলা নং ৪২ তারিখ ২৯/০১/১৫ রুজু করে । এ বিষয়ে চাতলপাড় তদন্ত কেন্দ্রের আই সি ও মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মোঃ জাহাঙ্গীর আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন ২৯ তারিখে মামলা হয় এবং আমাকে ভিকটিম উদ্ধারের দায়িত্ব দেয়। আমি ৩০ তারিখ ভিকটিমকে উদ্ধার করে তার অভিবাবকের জিম্মায় দিয়ে আসি। এখন বাকী টুকু বাজিতপুর থানা ও আদালতের বিষয়। চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ দাসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছু জানি না। তবে শুনেছি ক্যাম্পে এরুপ একটি অভিযোগ হয়েছে বলে। এ বিষয়ে চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল আহাদের সাথে যোগাযোগ করে জানতে চাইলে ঘটনা সম্পূর্ন সত্য বলে তিনি জানান। মামলার বাদী জমির আলী জানান মামলা তুলে নিতে আসামীরা থাকে অব্যহত হুমকি দিয়ে আসছে। মামলা না তুললে আসামীরা জমির আলী সহ তার পরিবারের লোকজনকে মেরে লাশ ঘুম করে ফেলবে বলে হুমকি দিয়ে আসছে। আসামীদের হুমকির ফলে বাদী ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।






Shares