নাসির নগরে ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাট,বিক্রি হচ্ছে কৃষি জমির টপসয়েল
মোঃআব্দুল হান্নান,নাসির নগর ,ব্রাক্ষণবাড়িয়াঃÑজেলার নাসির নগর উপজেলার ১৩ টি ইউনিয়নের বিভিন্ন ইটভাটা নিষেধ থাকার পরে ও অবাধে পোড়ানো হচ্ছে কাট,কেটে নেয়া হচ্ছে উর্বরা কৃষি জমির টপসয়েল।জমির পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথেই এক শ্রেণরি দালালচক্র কৃষকদের টাকার লোভ দেখিয়ে জমির উপরি ভাগের উর্বরা মাঠি (টপসয়েল) কেটে নিয়ে পার্শ্ববর্তী ইটভাটাতে বিক্রি করছে এবং ভিটে মাঠি ভরাটের ব্যবসা করে আসছে। জানা গেছে অত্র উপজেলার ১৩ টি ইউনিয়নে প্রায় ২৪টি ইটভাটা থাকলেও বর্তমানে ১২টি ইটভাটা সচল রয়েছে।বাকি গুরো বন্ধ হয়ে গেছে ।সরেজমিন এলাকায় ঘুরে দেখা গেছে ,প্রতিদিনই এ সমস্ত ইটভাটায় বেশ কিছু ট্রাক মাঠি ও কাঠ ভরাট করে নিয়ে যায়। উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সি তোফায়েল আহম্মদ জানান,টপ সয়েল কেটে নিলে জমির ফসল উৎপাদন ক্ষমতা কমে যায়। এতে সার ও কীটনাশকের উপর নির্ভশীলতা বেড়ে যায়।যা পরিবেশের জন্য হুমকি স্বরুপ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহম্ম্দ বলেন এটি বন্ধের জন্য শিগগিরই ব্যাবস্থা নেয়া হবে।২০১৩ সালের ২০ নভেম্বর ৫৯ নং ইটভাটা আইনের প্রকাশিত গেজেটে দেখা গেছে, লোকালয় থেকে ১ কিঃ মিঃ এবং সরকারী রাস্তা থেকে আঁধা কিঃমিঃ দুরে ইটভাটার অবস্থান থাকতে হবে,তাছাড়া কোন ইটভাট কাঁঠ পোড়ানো যাবেনা ।কিন্তু ইটভাটা গুলোতে এ সমস্ত আইনের কোন তোয়াক্কা নেই বললেই চলে ।