Main Menu

নাসিরনগরে টমেটো চাষে কৃষক ওবায়দুল হকের সাফল্য

+100%-

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর সদর উপজেলার দাঁতমন্ডল গ্রামের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ ছামছুল হকের ছেলে মোঃ ওবায়দুল হক শীতকালীন সবজি টমেটো চাষ করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্ভী এবং একজন সফল কৃষক। তিনি নাসিরনগর সদরের মেহেন্দুরা এলাকায় এ বছর ছয় বিঘা জমিতে টমেটো চাষ করেন। ফলন ভাল হওয়ায় এবং ব্যাপক চাহিদা থাকায় চাষি ওবায়দুল এখন ব্যস্ত সময় পার করছে। সরে জমিন দেখা গেছে, ছয় বিঘা জমিতে কনক রাজা জাতের টমেটো চাষ করেছেন চাষী ওবায়দুল হক। ৫বছরের লীজ নেওয়া ওই জমিতে চলতি বছরে শীতকালীন টমেটো চাষ করেন তিনি। ৬ বিঘা জমিতে টমেটো চাষ করতে প্রায় দুই লক্ষ টাকা খরচ হয়। দাম কম থাকা সত্ত্বেও এ পর্যন্ত তার জমি থেকে প্রায় ১৫টন টমেটো প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বিক্রয় হয়েছে। জমিতে যে পরিমাণ টমেটো  বর্তমানে রয়েছে আরো প্রায় ১০টন টমেটো বিক্রি হবে বলে তিনি আশাবাদী। অল্প খরচ এবং দ্বিগুন লাভ হওয়া তিনি খুবই খুশি। ওবায়দুল হক জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এসে প্রতিদিন তার ক্ষেত থেকে প্রতি কেজি টমেটো বিশ টাকা দরে নগদ মূল্যে কিনে নিয়ে যাচ্ছে। তাছাড়া তার জমির ফলনকৃত টমেটো সিঙ্গাপুরও রপ্তানি হচ্ছে বলে তিনি জানিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সি তোফায়েল হোসেন জানান, চাষী ওবায়দুল হকের টমেটো জমির এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্লক সুপারভাইজারসহ  সকল কর্মকর্তারা  নিয়মিত টমেটো চাষীদের পরামর্শ দিয়ে যাচ্ছে।






Shares