নাসিরনগরে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা
মোঃ আব্দুল হান্নান-: পূর্ব শত্রুতা ও ঝগড়া বিবাধের জের হিসাবে বৃহস্পতিবার রাতে নাসিরনগরে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা করে ব্যর্থ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে। ওই ঘটনায় কলেজ ছাত্রের বাবা সাবেক চেয়ারম্যান মীর মোশারফ হোসেন বাদী হয়ে ৫ জনকে আসামী করে নাসিরনগর থানায় মামলা রুজু করলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ হত্যার পরিকল্পনাকারী নাহিম ও সবুজ দাসকে গ্রেপ্তার করে। ঘটনার বিবরণে জানা যায় নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয়ের এইচ এস সির ফল প্রত্যাশী মীর মোঃ মহসিনকে রাত ৮ টার সময় মোবাইল ফোনে দত্তবাড়ির পশ্চিম দিকে নির্জন স্থানে ডেকে নিয়ে চৈয়ারকুরি গ্রামের শেখ হাবিবুল্লার ছেলে শেখ মোঃ নাহিম, নরেশ দাসের ছেলে সবুজ দাস সহ অন্যান্যরা গলায় ছুরি দিয়ে হত্যার চেষ্টা চালায়। ওই সময় মীর মহসিনের বিভিন্ন অনুনয়, বিনয় ও কান্নাকাটি ও ঘটনাটি কাউকে জানাবেনা বলে নিশ্চয়তা দিলে হত্যাকারীরা মহসিনের গলায় একটি ধারালো ছুরি দিয়ে আঘাত করে পরবর্তীতে চিকিৎসার জন্য তারাই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। মহসিনের বাবা এবং আত্মীয়রা খবর পেয়ে পুলিশকে জানালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ শেখ নাহিম ও সবুজ দাসকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে। বর্তমানে মীর মহসিন মুমূর্ষ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। |