নাসিরনগর থেকে নিখোঁজ হাফেজ যোবায়ের রাসেল নিখোঁজ




তার পিতা সাস্তো মিয়া জানান, তার ছেলে এর আগেও তিন বার বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। এ নিয়ে ৪ বার হল। সে মাদ্রাসা হতে বাসা খাবার খেতে আসার পর আর খুঁজে পাওয়া যায় নি। নিখোঁজ হবার সময় তার পড়নে ছিল সাদা রঙ্গের পান্জাবী।
কেউ তাঁর সন্ধান পেলে এই সেল নম্বরগুলোতে ফোন করে অথবা নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের জন্য সেল নম্বর-০১৭৯০২০১৪১৫, ০১৭৩৮৯৯২৩৭০
« প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যানে কাজ করছেন: মোকতাদির চৌধুরী এমপি (পূর্বের সংবাদ)