Main Menu

নাসিরনগরে সংঘর্ষে আহত ৩০

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমণ্ডল গ্রামে সোমবার সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে রিয়াজ উদ্দিন ও সিদ্দিক আলীর লোকজনের মাঝে এ সংঘর্ষ হয়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই গ্রামে পুলিশ মোতায়েন ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, আধিপাত্য বিস্তার নিয়ে ওই গ্রামেরই দু’টি পক্ষের মধ্যে বিরোধ চলমান। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার বেলা ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষে আহতদের মধ্যে আদর আলী, স্বপন, জাহানারা, শাহজাহান, সোহেলসহ বেশ কয়েকজনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

ধরমণ্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাহার উদ্দিন চৌধুরি কালের কণ্ঠকে জানান, দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। সোমবার দুপুরে দু’পক্ষ প্রায় ঘন্টা দু’য়েক সংঘর্ষে লিপ্ত থাকে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর জানান, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। তবে এ বিষয়ে থানায় কোনো মামলা হয় নি। কেউ অভিযোগ দিলে সে অনুযায়ি যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Shares