Main Menu

বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রামের শপথ গ্রহন। নাসিরনগরে মিষ্টি বিতরণ।

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে।ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপনির্বাচনে নবনির্বাচত  আ.লীগের সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রামের শপথ অনুষ্ঠিত। আজ বুধবার সংসদ ভবনে নতুন সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রামকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথ পড়ান বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংসদ সচিব আব্দুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

সংসদ ভবনের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, প্রধান হুইপ আসম ফিরোজ, হুইপ শহীদুজ্জামান সরকার, হুইপ শাহাব উদ্দিন, জাতীয় পার্টির ফখরুল ইমাম, বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, নূর-ই-হাসনা লিলি চৌধুরী।

গত ১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম ৮৩ হাজার ২৯৬ ভোট পেয়ে জয়লাভ করেন।
প্রসঙ্গতঃ গত ১৬ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।