নাসিরনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প
নাসিরনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে। ১৮ আগষ্ট রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেয়া হয়েছে। পর্যাক্রমে উপজেলার ১৩টি ইউনিয়নে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেরে কার্যক্রম চলবে।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন,ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সাংসদ বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এ ছাড়াও উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু ছায়েদ,নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন,ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতি,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. অভিজিৎ রায়,আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু,কুন্ডা আওয়ামীলীগ সভাপতি লতিপ হোসেন প্রমুখ।
১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক দল স্বাস্থ্য ক্যাম্পে সকাল ৯ টা থেকে মেডিসিন, নাক, কান গলা, গাইনি, শিশু, অর্থপেডিকস, চক্ষু ও বিভিন্ন বিষয়ে প্রায় ৩ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।