নাসিরনগরে পাওনা টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ :: আটক ৩ জন
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আক্কাস মিয়া (৪২) নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। নিহত আক্কাস মিয়া মহিষবেড় গ্রামের মারাজ মিয়ার ছেলে।
এ সময় পুলিশ তিনজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত এক বছর পূর্বে উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামের রুহুল আমিন মিয়া একই গ্রামের হুসেন আলীর কাছ থেকে ধানের ব্যবসার কথা বলে পঞ্চাশ হাজার টাকা ধার নেয়। কিছুদিন পর ধারের টাকা ফেরত চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে সালিশে বিষয়টি নিস্পত্তি করা। এ ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে নাসিরনগর থানায় দু’পক্ষের মামলাও রয়েছে।
ঘটনার দিন ১৬ নভেম্বর সকালে টাকা ফেরত চাইতে গেলে উভয় পক্ষের মধ্যে আবারো বাকবিতন্ডা হয়। পরে দুই পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। এ সময় রুহুল আমিন মিয়ার পক্ষের আক্কাস মিয়া গলায় ফলাবিদ্ধ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে হুসেন আলীর পক্ষের তিনজনকে আটক করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
যাদের পুলিশ আটক করেছে তারা হলো- কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামের হুসেন আলীর পক্ষের আক্তার মিয়া (৫৫) আলফাজ আলী (৬০) ও আব্দুল্লাহ (১৫)। সংঘর্ষে আহতদের নাম জানা যায়নি।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক জানান, শুনেছি পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে একজন মারা যায়। লাশ মায়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।