Main Menu

নাসিরনগরে দেশীয় মদ সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ।কুখ্যাত ডাকাতকে থানায় সোপর্দ

+100%-

mmমোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়ীয়াঃ- মঙ্গলবার দুপুর ১ ঘটিকায় ৪২ লিটার দেশীয় ছোলাই মদ সহ নাসিরনগর সদর ইউনিয়নের সদর থেকে এক ব্যবসায়িকে গ্রেপ্তার করে পুলিশ। নাসিরনগর থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ কাউছার হোসাইন গোপন সংবাদের ভিত্তিতে গৌর মন্দির এলাকায় থেকে বাবুল মিয়া (৪০) নামক এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ৪২ লিটার দেশীয় ছোলাই মদ উদ্ধার করা হয়।পুলিশ জানায় বাবুলের নামে ব্রাহ্মনবাড়ীয়া আদালতে একাদিক মাদকের মামলা বিচারাধীন রয়েছে।

অপরদিকে পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের কুখ্যাত ডাকাত একাদিক চুরি, ডাকাতি ও খুনের মামলার গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত আসামী ডাকাত ছোয়াব (৪৮) কে জনতা ধৃত করে পুলিশে সোপর্দ করে।