Main Menu

হেফাজতের তান্ডবে জড়িত থাকার অভিযোগে সরাইলে খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আবু তাহের গ্রেপ্তার

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ হেফাজতের তান্ডবে জড়িত থাকার অভিযোগে সরাইল উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আবু তাহেরকে (৬৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার উপজেলার অরূয়াইল পশ্চিমপাড়া তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতের হরতালের আগের দিন ২৭ মার্চ অরূয়াইলে ২-৩ হাজার লোকের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল ও পথ সভা হয়েছে। সেখানকার ক্যাম্পের পুলিশ তাদের কর্মসূচিতে কোন বাঁধা দেয়নি। এমনকি ক্যাম্পের চত্বরের বাহিরেও আসেনি পুলিশ। এরপরও বিনা উস্কানিতে এক পর্যায়ে লাঠি সোটা হাতে বিক্ষোভ কারীরা অরূয়াইল পুলিশ ক্যাম্পে হামলা চালায়। ইট পাটকেল ছুড়ে ক্যাম্পটি ভাংচুর করে। শেষ পর্যন্ত তারা ক্যাম্পে অবস্থানরত ২৫ জন পুলিশ সদস্যকেও আহত করে। ক্যাম্পে হামলায় যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে মাওলানা আবু তাহের অন্যতম।

পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো সহস্রাধিক লোকের বিরূদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. মিজানুর রহমান বলেন, এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। অভিযান চলবেই।






Shares