Main Menu

সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে আটক করেছে সরাইল ২৫ বিজিবি

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল: সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল কর্তৃক ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের মোবাইল ফোনের ডিসপ্লে আটক করে ।

আজ দুপুর ১২টায় ২৫ বিজিবি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল বিভিন্ন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সিলেট হতে ঢাকাগামী এস এ পরিবহনের একটি কাভার্ড ভ্যান ধাওয়া করে ঘাটুরা নামক এলাকা হতে প্রথম ধাপে ৬,ছয় কোটি ৪১ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের মোবাইল ফোনের ডিসপ্লে- ১২,৮৩৪ পিস আটক করতে সক্ষম হয়।

এছাড়াও দ্বিতীয় ধাপে ১ কোটি ২২ লক্ষ ২৩ হাজার টাকা মূল্যের ১৮১০ পিস মোবাইল ডিসপ্লে আটক করা হয়েছে।

এ বিষয়ে ২৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতেয়াজ বলেন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর ও অবৈধ চোরাচালানী মালামাল আটকে অভিযান চলমান থাকবে। এসময় উপস্থিত ছিলেন মেজর মো. মইনুল আলম ও বিজিবি সদস্যরা।