Main Menu

সরাইলের বড় হুজুর আলাম্মা মোহাম্মদ আলী (রহঃ) এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বড় হুজুর আলেমে দ্বীন ওস্তাজুল ওলামা আল্লামা শাঈখ মোহাম্মদ আলী (রহঃ) এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৮ সিসেম্বর মঙ্গলবার। সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা শতবর্ষী এ আলেমে দ্বীন গোটা উপজেলায় বড় হুজুর হিসেবেই পরিচিত ছিলেন। নির্লোভ নিরর্হঙ্কার নিরোগ মানুষটি বার্ধক্যজনিত কারণে গত বছরের ৮ ডিসেম্বর ১০৩ বছর বয়সে চলে গেছেন না ফেরার দেশে। তাঁর ইচ্ছায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালীহাতা মাদ্রারা প্রাঙ্গণে তিনি শায়িত আছেন।

শান্তির প্রতীক আল্লামা সাঈখ মোহাম্মদ আলী (রহ:) এর জান্নাতের উচু মর্যাদা প্রত্যাশা করে আজ রাতে জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালীহাতা মাদ্রারা মসজিদে মহান আল্লাহ্ তালার কাছে বিশেষ দোয়র আয়োজন করা হয়েছে।