Main Menu

সরাইলে সাংবাদিকদের সাথে বিচারপতি মমতাজ উদ্দিনের মতবিনিময় সভা, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গত শনিবার বিকেলে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, অর্থ সম্পাদক আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক জুলকার নাঈন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ ইব্রাহিম, কার্যনির্বাহী সদস্য আইয়ুব খান, যতীন্দ্র মোহন চৌধুরী, ঢাকাস্থ নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মো. নূর মিয়া। অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদ, মুরাদ খান, দ্বিপক দেবনাথ প্রমুখ। প্রথমে সরাইল প্রেসক্লাবের সাংবাদিকরা ফুল দিয়ে বিচারপতিকে স্বাগত জানান। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এর আগে শনিবার সকালে উপজেলা সদরের কুট্টাপাড়া উচ্চবিদ্যালয়, কুট্টাপাড়া পূর্ব, কুট্টাপাড়া পশ্চিম, কুট্টাপাড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একই এলাকার ছয়টি কিন্ডার গার্টেনের ১৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ঢাকাস্থ নূর ফাউন্ডেশনের উদ্যোগে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ উপলক্ষে কুট্টাপাড়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.নূর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইসরাত, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম শাহজাহান মিয়া, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া, মুক্তিযোদ্ধা মনোয়ার উদ্দিন, ক্টুাপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, কুট্টাপাড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।