সরাইলে শির্ক্ষাথীদের “ মিড ডে মিল“ ও শিক্ষা উপকরণ বিতরন
সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কুট্রাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গত বৃহস্পতিবার“ মিড ডে মিল“ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আবদুর রহমান , উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. আরজু প্রমুখ।
শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে টিফিনবক্স পোশাক ও শিক্ষা উপকরণ তুলে দেয় ।
অনুষ্টানে বক্তারা বলেন, দুপুরে বিরতির সময় শিক্ষার্থীদের প্রাথমিক ক্ষুধা নিবারণের জন্য সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু করা হচ্ছে।
« সরাইলে ইটভাটা শ্রমিকের বসত ঘরে দৃর্বৃত্তদের আগুন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আখাউড়ায় বিজিবি’র অভিযানে আতশবাঁজি উদ্ধার »