সরাইলে বিনামূল্যের খাবার
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরিব অসহায় ভিক্ষুকদের মাঝে বিনামূল্যের খাবারের আয়োজন করা হয়েছে। সরাইল বোরহান হোটেলে অর্ধশতাধিক গরীব অসহায় মানুষের খাবারের আয়োজন করা হয়।
আজ শুক্রবার সরাইলে সাপ্তাহিক পরগনা পত্রিকার বন্ধু ফোরামের উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রতি শুক্রবার জুমার নামাজের পর গরিব অসহায় ভিক্ষুকদের মাঝে এ খাবার বিতরণ চলমান থাকবে বলে জানান প্রধান উদ্যোক্তা ও পরগনা পত্রিকার সম্পাদক কামরুজ্জামান ইউসুফ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মো.আইয়ুব খান, সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, সাংবাদিক মোহাম্মদ আলী মাস্টার, সাংবাদিক তৌফিক আহমেদ তফছির, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন বদু, সরাইল প্রেসক্লাবের দফতর সম্পাদক মোহাম্মদ মাসুদ , মো. মাহফুজ আলী সমাজকর্মী সফিকুল ইসলাম খন্দকার সেলু, রওশন আলী সেলিম ইফরাত প্রমুখ।
খাবার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে সরাইলে বিকাল বাজার মসজিদে জুম্মার নামাজের পর বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আমানউল্লাহ।