Main Menu

সরাইলে গ্রে-হাউন্ড কুকুরের ছানা হারিয়েছে

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মনবাড়িয়া সরাইলে গ্রে-হাউন্ড কুকুরের ছানা হারিয়েছে এ ব্যাপারে সরাইল থানায় সাধারন ডায়রী করা হয়েছে ।

গত বুধবার বিকালে নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের মৃত ভেলু মিয়া সর্দারের ছেলে মোঃ মুরাদ খানের গ্রে হাউন কুকুর ছানাটি নিখুজ হয়। অনেক খুজা খুজির করে ও কুকুর ছানাটি পাওয়া যাইনি। এ ব্যাপারে গত শুক্রবার ২৮-০৪-২০১৭ ইং তারিখে সরাইল থানা একটি সাধারণ ডায়রী করা হয় যার নং-২১৮৮। কুকুর ছানাটির গায়ের রং লাল মিশ্রীত কাল, যদি কোন হ্নদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে দয়া করে এই নাম্বারে ০১৭১৫৮২১১০৫ ফোন করে জানাবেন ।