Main Menu

সরাইলে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥  দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিতকরণ ও জনসম্পৃক্ততার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বুধবার দুপুর থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা।

জেলা তথ্য কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বীন ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।






0
0Shares