সরাইল-নাসিনগর সড়কে ডাকাতি
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইল-নাসিরনগর সড়কে যাত্রীবাহী অটোরিকশায় ডাকাতি হয়েছে। গত শনিবার দিবাগত রাতে সড়কের বড্ডাপাড়া হেলিপ্যাড বরাবর এ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুলাল মিয়া (৩২) নামের এক যাত্রীকে মারধর করে নগদ টাকা মুঠোফোন সেট ছিনিয়ে নিয়েছে।
এ সড়কে চলাচলকারী যাত্রীরা জানায়, গত কয়েকদিন ধরে এ সড়কের বড্ডা পাড়া ব্রীজ থেকে কলেজের মোড় এলাকা সম্প্রতি রাতের ডাকাতিটা কিছুটা বেড়ে গেছে। ডাকাতের কবলে পড়া দুলাল মিয়া জানান, গভীর রাতে চিকিৎসা শেষে স্ত্রী পারভিনকে (২৭) নিয়ে জেলা সদর হাসপাতাল থেকে নিজ বাড়ি কালিকচ্ছ মনিরবাগের উদ্যেশ্যে রওনা দেন। বিশ্বরোড মোড় থেকে ব্যটারি চালিত অটোরিকশা নিয়ে কালিকচ্ছ যাচ্ছিলেন। রাত ১২টার দিকে হেলিপ্যাড বরাবর স্থানে গামছা দিয়ে মুখ বাঁধা ৪ জন লোক তাদের অটোরিকশাটি আটক করে। তাদেরকে মারধর করে বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করে। তাদের কাছে থাকা নগদ ২৯ হাজার ৭৩০ টাকা ও তিনটি মুঠোফোন সেট ছিনিয়ে নেয় ডাকাতদল। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এম এম নাজমুল আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ কোন অভিযোগও করেনি। খোজ খবর নিয়ে দেখছি।
প্রসঙ্গত: গত ১০ ডিসেম্বর নোয়াগাঁও পূর্বপাড়ার মো. মুর্তুজ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০) রাত সাড়ে ১০টার দিকে বাড়ির উদ্যেশ্যে বিশ্বরোড থেকে সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। রাত আনুমানিক ১১টার দিকে তাকে বহনকারী অটোরিকশাটি খাদ্য গুদামের বরাবর আসামাত্র ৮-১০ জনের মুখোশধারী এক দল ডাকাত গাছ ফেলে আটকে দেয়। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোহাম্মদ আলীর এনরয়েড মুঠোফোন সেটটি নিয়ে নেয়। পরে তার শরীরের বিভিন্ন জায়গায় খুঁজে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এর আগে গত ২৮ নভেম্বর একই জায়গায় রাত সাড়ে ১১টার দিকে শাহআলম মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে বহনকারী সিএনজিকে আটক করে সংঘবদ্ধ এক দল ডাকাত। পেছনের দিকে ট্রাকের লাইটের আলো পড়ায় দ্রুত সটকে পড়ে ডাকাত দল। শাহআলম কালিকচ্ছ মধ্যপাড়ার অহিদ উদ্দিনের ছেলে।