Main Menu

সরাইল চুরি-ডাকাতি প্রতিরোধ সভা

+100%-

sarail pic 13সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চুরি ডাকাতির বিরোদ্ধে প্রতিরোধ সভা অনুষ্টিত হয়েছে। চুরি ডাকাতি মেনে নেয়া যায় না। প্রধান অতিথি চুরি ডাকাতি জুয়া মাদক প্রতিরোধে আমি আপনাদের সাথে আছি এর প্রতিরোধ করতে আজ এলাকাবাসি সবাই একতাবদ্ধ। ডাকাতরা যত বড় শক্তিশালী হউক না কেন তাদেরকে ধরতে হবে। ৬টি গ্রাম একত্রিত হয়ে মো. হানিফ কে আহবায়ক করে চুর ডাকাত নির্মূল কমিঠি গটন করা হয়েছে। গত শনিবার বিকেলে সরাইলের শান্তিনগর বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত চোর-ডাকাত প্রতিরোধ সভায় বক্তারা এসব কথা বলেছেন। বক্তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শের আলম বলেন- চুরি-ডাকাতি, জুয়া ও মাদক প্রতিরোধে আমি আপনাদের সাথে রয়েছি।
স্থানীয় মুরুব্বী মুক্তিযুদ্ধা ইদ্দ্রিস মিয়ার সভাপতিত্বে এক অলোচনা সভার অয়োজন করা হয়। প্রদান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া, বিশেষ অতিথি বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হাসান আলম, সাবেক চেয়ারম্যান তৈয়ব আলী, যুবলীগ নেতা হানিফ মিয়া, ব্যাবসায়ী দুলাল মিয়া , আযুব মিয়া, মুছা মিয়া, মুক্তিযুদ্ধা আলী আরশদ প্রমুখ।






Shares