Main Menu

সরাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে কৃষকরা ভাল আছে —–এড.জিয়াউল হক মৃধা এমপি

+100%-

সংসদ সদস্য এড.জিয়াউল হক মৃধা বলেছেন,বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার।শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে কৃষকরা ভাল আছে।সরকার কৃষিতে ভর্তুকি দিয়ে প্রান্তিক চাষিদের নানাহ সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে কৃষি উৎপাদন দ্বিগুন করেছে।ফলে দেশ আজ পরনির্ভশীল নয়।বাংলাদেশ এখন বিশ্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ন দেশ হিসেবে পরিনত হয়েছে।তিনি আরো বলেন,সরকার বিনামূল্যে সার বীজ কিটনাশক প্রদান করছে।আগামীদিনেও এধারা অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রবি ২০১৮-১৯ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ সার বিতরণ করার সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম মোসার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহিরুল ইসলাম সরকার সহ স্থানীয়রা । পরে অতিথিরা কৃষকদের মাঝে বীজ, সার বিতরণ করেন।






0
0Shares