মহান বিজয় দিবস উপলক্ষে সরাইলে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট
মহান বিজয় দিবস- ২০২২ উপলক্ষে সরাইল লিজেন্ডস ক্রিকেটার্স আয়োজিত নতুন পুরনো ক্রিকেটার্স সমন্বয়ে একদিনের মিলনমেলা নকআউট ক্রিকেট টুর্নামেন্ট সরাইল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে চারটি দল (সরাইল ওয়ারিয়র্স, সরাইল গ্লোরি, সরাইল হান্টার্স এবং সরাইল টাইগার্স) অংশ গ্রহন করে।
ফাইনালে সরাইল গ্লোরি ১৭ রানে সরাইল ওয়ারিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা ফাইনাল এবং টুর্নামেন্ট সেরা খেলোয়ার হয় সরাইল গ্লোরির খেলোয়ার রাহিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ আরিফুল ইসলাম, জেনারেল ম্যানেজার স্টার্লিং স্টাইলস লিঃ ঢাকা, বিশেষ অতিথি ছিলেন মোঃ ফায়েজুল ইসলাম বাদল, ম্যানেজার (অডিট) বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোঃ লিঃ। সহযোগিতায়, জুয়েল ঠাকুর, সেলিম ইফরাত, গিয়াসউদ্দিন সানাউল্লাহ ছেলু সহ আরো অনেকে। টুর্নামেন্ট পরিচালনা ও অনুষ্ঠান উপস্থাপনায় ছিলো অলরাউন্ডার ক্রীড়াবিদ রনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো, সালাউদ্দিন আহমেদ সুমেল, রওশন আলী, এস কে সজল, কে এম সজল, মিল্লাত বেলায়েত, পলাশ, রনি রহমান , সিজার, রাইসুল ইসমাইল খান রনি সহ আরো অনেকে। ম্যাচ পরিচালনা করে, মাজিদ মাস্টার, কমল মাস্টার ও রুবেল মাস্টার।