Main Menu

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ):: নির্বাচন থেকে সরে দাড়ালেন আলোচিত সেই “জামাই”

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের মহাজোট প্রার্থী জাতীয় পার্টির মনোনিত এড. রেজাউল ইসলাম ভুঁইয়া জাতীয় ঐকের স্বার্থে এড. জিয়াউল হক মৃধা এমপির সিংহ প্রতিকের সমর্থনে সংবাদ সম্মেলন মাধ্যমে সরে দাড়ালেন।
আজ শুক্রবার সন্ধায় সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগ উপকমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের মহাজোট প্রার্থী জাতীয় পার্টির মনোনিত এড. রেজাউল ইসলাম ভুঁইয়া জাতীয় ঐকের স্বার্থে এড. জিয়াউল হক মৃধা এমপির সিংহ প্রতিকের সমর্থনে সংবাদ সম্মেলন মাধ্যমে সরে দাড়ালেন। তিনি এড. জিয়াউল হক মৃধা এমপির মেয়ের জামাতা। এড. রেজাউল ইসলাম ভুঁইয়া বক্ত্যবে বলেন মাননীয় প্রধানমন্ত্রী ও হোসাইন মোহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করার লক্ষে আমাকে এআসনে লাঙ্গল প্রতীকে মনোনয়ন দিয়েছিল আমি অনেকে ভালবাসা পেয়েছি । জাতীয় ঐকের স্বার্থে আমার শুশুর এড. জিয়াউল হক মৃধা এমপির সিংহ প্রতিকের সমর্থনে আমার প্রার্থীতা থেকে সরে দাড়ালাম। বক্তব্য রাখেন
মহাজোটের প্রার্থী এড. জিয়াউল হক মৃধা এমপি, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আব্দুল হান্নন রতন। জেলা উপজেলা আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।






0Shares