Main Menu

নিখোঁজ সংবাদ

+100%-


নাম-মো. তারেকুল ইসলাম , পিতা- মৃত আবদুর রউফ, বয়স ১৪ , পড়নে পাঞ্জাবী -পায়জামা, উচ্চতা ৫ফুট ২ ইঞ্চি, মাথায় সাদা টুপি, গায়ের রং- শ্যামলা, শরীরের গড়ন- পাতলা, মুখমন্ডল – গোলাকার। তার বাড়ি সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্য্যকান্দি গ্রামের (জাহাঙ্গীর পাড়া)।
সে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলে। সদর উপজেলার বুধল ইউনিয়নের ছাতিয়াইন সিরাজুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রসার ছাত্র। গত ২৫ জুলাই মাদ্রাসা থেকে ১দিনের ছুটি নিয়া বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হইয়া আর বাড়িতে ফিরে আসে নাই এবং মাদ্রাসায়ও যায় নাই।

এ ব্যাপারে তার বড় ভাই মো. হানিফ মিয়া ব্রাহ্মণবাড়িয়া মডেল খানায় গত ০৩-০৮-২০১৭ সাধারণ ডায়রী করেন, ডায়রী নং ১৪৬ ।