ঢাকা-সিলেট মহাসড়কে বাস-সি এনজি সংঘর্ষে নিহত ১
মোহাম্মদ মাসুদ , সরাইল থেকে : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও সিএন জি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২ জন ।
রবিবার (১৮ সেপ্টেম্বর) ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের মালিহাতা নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের মৃত নোয়াব মিয়ার ছেলে ধন মিয়া (৩০)।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আশুগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী দিগন্ত পরিবহনের একটি বাস সরাইলের মালিহাতা এলাকায় একটি অটোরিকশাকে( সিএনজি)চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী ধন মিয়া মারা যান ও দুইজন আহত হন।
আহতরা হলেন বিজয়নগর উপজেলার সিংঙ্গারবীল এলাকার মনির মিয়ার ছেলে জিহাদ (৬)ও জেলা সদর উপজেলার জাঙ্গাল এলাকার জহুর আলীর ছেলে বেলায়েত (২৭)। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নেয়।
সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বলেন, মহাসড়কের মালিহাতা এলাকায় লোকাল বাস ও সি এন জি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন নিহত হয় । আহত ২ জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।