Main Menu

সরাইলে ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও জাতীয় পার্টিতে দেড় শতাদিক লোক যোগদান

+100%-

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃসরাইলের চুন্টা ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে স্থানীয় চেয়ারম্যান শেখ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুর রাশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, জাতীয় পার্টির নেতা মো. রহমত হোসেন, সদস্য সচিব মো. হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী মো. মাহবুবুল আলম, অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ ও ঠিকাদার এমদাদুল হক ছালেক।  পরে এলাকার দেড় শতাধিক লোক এমপি মৃধার হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এল জি ই ডি অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৭৯ লাখ টাকা ব্যয়ে নতুন দ্বিতলা এ ভবনের নির্মান কাজ শুরু হয়েছে। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। এ ভবনে সরকারের ডিজিটাল উন্নয়নের সকল সুবিধা স্থানীয় জনগন পাবে।






Shares