Main Menu

সরাইলে রথযাত্রা

+100%-

সরাইল প্রতিনিধি:: উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্র আজ তেকে পাচঁ শত চল্লিশ বছর র্পূবে শ্রীচৈতন্য মহাপ্রভু তাহার সঙ্গীদের নিয়ে পুরীধামের নীলাচল ধাম থেকে গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা করেন। সেই নিয়ম অনুযায়ী পৃথিবীর প্রায় সকল দেশেই প্রধান মন্দির থেকে অন্য কোন জায়গার উদ্দেশ্যে সমস্ত ভক্তগন কৃষ্ণ নামসহ যোগে যাত্রা করেন। গতকাল সনিবার কালীকচ্ছ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে মনির বাগ পরিমলের বাড়ীর উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে ৯দিন অবস্থান করে পুনরায় ২৭ জুন উল্টো রথে কালীকচ্ছ মন্দিরে ফিরবেন। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি  উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়ার ২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক এমপি, বিশেষ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন , সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো . আলী আরশাদ, বাবু প্রমথনাথ চক্রবর্তী ও এলাকার সহশ্রধিক বক্ত বিন্দ।






Shares