জায়গা নিয়ে বিরোধের জের—— সরাইলে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
সরাইল প্রতিনিধিঃ সরাইলের শাহবাজপুরের আতকা বাজার এলাকায় গত শুক্রবার বিকেলের সংঘর্ষে আহত যুবক নুরু মিয়া (৩৮) মারা গেছে। গতকাল বেলা দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মৃত্যুবরন করে। যুবকের মৃত্যুর সংবাদে ওই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিপক্ষের অনেক লোক বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। সেখানে দ্রুত অবস্থান নেয় পুলিশ। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, জায়গা জমি নিয়ে মোড়াহাটি গ্রামের আ’লীগ নেতা হামিদ মিয়ার (৫৫) সাথে সাবেক ইউপি সদস্য রাহিম মিয়ার (৭০) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে উভয় পক্ষের লোকজন গত শুক্রবার বিকেলে আতকা বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সরাইল থানা পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। রাহিম মিয়ার ভাইপো নুরু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জেলা সদরে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। ২০-২২ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল বিকেলে নূরু মিয়া মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবারের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলার অবনতিরোধে ওই গ্রামে পুলিশ অবস্থান করছে।