সরাইলে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি দেশীয় তৈরি পাইপগান, পাঁচটি কার্তুজ, চারটি ছোরা ও তিনটি রামদাসহ আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য আরিজ মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত মধ্যরাতে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তি নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিজ মিয়া সরাইল উপজেলার টিঘর গ্রামের আবু সাঈদের ছেলে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত মধ্যরাতে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তি নামক স্থানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আরিজ মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, পাঁচটি কার্তুজ, চারটি ছোরা ও তিনটি রামদা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আরিজের বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতির অভিযোগে ১৪টি এবং চুরির অভিযোগে ৫টি মামলা রয়েছে বলেও জানান ওসি।