Main Menu

সরাইলে শ্রমিকবাহী ট্রাক খাদে নিহত ১, আহত ৯

+100%-

ডেস্ক ২৪::সরাইলে নির্মাণ শ্রমিকবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মনজুর (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।এঘটনায় আহত হয়েছে আরো ৯ জন।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে ট্রাকযোগে একটি কন্সট্রাকশন ফার্মের মালামাল নিয়ে হতাহতরা সিলেটের জগন্নাথপুরের যাচ্ছিল। পথিমধ্যে সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি মালবাহী ট্রাককে ওভারট্যাক করতে গিয়ে তাদেরকে বহনকারী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ ঘটনায় ১০ নির্মাণ শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন।

হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






Shares