পিতাকে পুলিশে দিয়েছে ছেলে
মোহাম্মদ মাসুদ, সরাইল::সরাইলে মাদকাসক্ত পিতা মোঃ কাইয়ুম মিয়া (৪৫) কে পুলিশে দিয়েছে ছেলে মোঃ সুজন ও স্ত্রী শরিফা বেগম (৪০)। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার শাহবাজপুর গ্রামের মোড়াহাটি এলাকায় এ ঘটনা ঘটেছে। কাইয়ুম মিয়াকে ভ্রাম্যমান আদালতে সাজা দিয়ে জেলহাজতে পাঠিয়েছে। ছেলে সুজন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, কাইয়ুম মিয়া এক সময় কার্পেন্টিং-এর কাজ করত। পরে রাতারাতি বদলে যায়। হয়ে পড়ে মাদকাসক্ত। গাঁজা বিক্রি ও সেবনের পাশাপাশি ইয়াবা সেবনে আসক্ত হয়ে পড়ে। পরিবারের সাথে তার দূরত্ব বেড়ে যায়। কারন স্ত্রী ছেলে মেয়ে কেউ তার মাদকাসক্তিকে পছন্দ করে না। মাদকের টাকার জন্য এক সময় কাইয়ুম পরিবারের সকল সদস্যের উপর অত্যাচার নির্যাতন করতে থাকে। দিনে রাতে কারনে অকারনে স্ত্রীকে মারধরের মাত্রা বেড়ে যায়। অনেক চেষ্টা করেও কাইয়ুম মিয়াকে মাদক থেকে ফেরানো সম্ভব হয়নি। অবশেষে থানায় পিতার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে ছেলে সুজন। গতকাল সকালে পুলিশকে খবর দিয়ে নিজের পিতাকে ধরিয়ে দেয় সুজন। পরে তাকে হাজির করা হয় ভ্রাম্যমান আদালতে। সুজন ও তার মা শরিফা বেগমের উপস্থিতিতে গাঁজা ও ইয়াবা সেবনের কথা স্বীকার করায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন কাইয়ুম মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।