সরাইলে সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত-৩
সরাইল প্রতিনিধি: :: ঢাকা- সিলেট মহাসড়কের সরাইলের বারিউড়া ব্রীজের উপর মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক সাবেক ইউপি সদস্য ও এক সালিসকারক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় সিএনজি চালিত অটোরিক্সা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের কামাউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ আমির আলী (৬৫) ও বাহাদুরপুর গ্রামের সালিসকারক মোঃ আনোয়ার মিয়া (৪৫)। পুলিশ প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আমির আলীর মেয়ে বিকারুন্নেছা মুন্নি (২৯) কে সাড়ে তিন বছর আগে বিয়ে দিয়েছেন মাধবপুর উপজেলার আলীনগর গ্রামের জিয়াউর রহমানের (৩৪) কাছে। সম্প্রতি স্বামীর সাথে মুন্নির সম্পর্ক ভাল যাচ্ছিল না। মেয়ের সুখের কথা চিন্তা করেই আমির আলী গতকাল সকালে এলাকার চার সালিসকারককে সাথে নিয়ে বিষয়টি নিস্পত্তির উদ্যেশ্যে গিয়েছিলেন আলীনগরে। কাজ শেষে তিনি সিএনজি যোগে বাদ আছর আশুগঞ্জের উদ্যেশ্যে রওয়ানা দেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া বাজার সংলগ্ন ব্রীজের উপর উঠা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি টাক্টরেরর সাথে তাদের বহনকারী সিএনজিটি’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আমীর আলী। হাসপাতালে নেওয়ার পর মারা যান বাহাদুরপুর গ্রামের আবদুর রহমানের ছেলে আনোয়ার মিয়া। গুরুতর আহত হয়ে জেলা সদর হাসপাতালে মৃর্ত্যুর সাথে লড়ছেন খরিয়ায়ালা গ্রামের সালিসকারক আবদু মিয়া (৮০), মোঃ হুমায়ুন (৬০) ও বাহাদুর গ্রামের মোঃ হুমায়ুন মিয়া (৭৫)।