ছাত্র ছাত্রীরাই একদিন দেশের উচ্চ শিখরে নেতৃত্ব দান করবে —— এডঃ জিয়াউল হক মৃধা এমপি
সরাইল প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়াস্থ প্রতিভা সংঘের উদ্যোগে মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, সনদপত্র বিতরন ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রতিভা সংঘের প্রধান উপদেষ্টা প্রফেসর মু. মুজিবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল- আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য এডঃ জিয়াউল হক মৃধা। ব্রাহ্মণবাড়িয়াস্থ প্রতিভা সংঘের সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইকতেশামুল কামাল, নবীনগর সরকারী কলেজের অধ্যক্ষ ও প্রতিভা সংঘের উপ- প্রধান উপদেষ্টা প্রফেসর নজির আহম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিভা সংঘের সাধারণ সম্পাদক সাধন দেব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডঃ জিয়াউল হক মৃধা এমপি বলেন, প্রতিভা সংঘের বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীরাই একদিন দেশের উচ্চ শিখরে নেতৃত্ব দান করবে। আমি সরাইল এবং নাসিরনগর উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত প্রতিভা সংঘের অগ্রযাত্রা আরো এগিয়ে যাক এই প্রত্যাশা করছি। আমি আশা করছি এখান থেকে একটি বড় প্রতিভা বের হয়ে আসবে যার সুনাম সারা দেশে ছড়িয়ে পড়বে। তাই আমি এই প্রতিভা সংঘের সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান করছি আপনারা লালন করবেন, পালন করবেন সরাইল- নাসিরনগরের গর্বিত ইতিহাস। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদপত্র বিতরণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।