সরাইলে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:গতকাল সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ সরাইলের ইদ্রিছ (৩৫) ডাকাত কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। একই সময়ে সাজাপ্রাপ্ত আসামী মহব্বত আলী (৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামের কসাই আবদুল হামিদের ছেলে ইদ্রিছ সরাইল থানার তালিকাভুক্ত আসামী। সরাইল থানায় ইদ্রিছের বিরুদ্ধে —টি মামলা রয়েছে। ডাকাত ইদ্রিছ পুলিশি গ্রেপ্তার এড়িয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে অভিযান চালিয়ে নাটাই এলাকা থেকে ইদ্রিছকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর ডাকাত ইদ্রিছের দেওয়া তথ্যানুসারে তাকে সাথে নিয়ে ওই রাতেই ধর্মতীর্থ এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
একই রাতে অভিযান চালিয়ে সরাইল থানার এ এস আই মিজানুর রহমান নোয়াগাঁও মধ্যপাড়া থেকে সাজাপ্রাপ্ত আসামী মহব্বত আলীকে গ্রেপ্তার করেছেন। মহব্বত আলীকে ২০০৭ সালের সিএনজি ছিনতাই মামলায় আদালত তিন বছর ১ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে। সে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে ছিল