সরাইল থানায় ওপেন হাউজ ডে :: মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
২৯ এপ্রিল ২০১৫খ্রিঃ ৫০০/৬০০ জন লোকের উপস্থিতিতে সরাইল থানা প্রাঙ্গনে সকাল ১১ টায় ওপেন হাউজ ডে, মেধাবী শিক্ষাথী সংবর্ধনা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম-সেবা(বার) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আলী আরশাদ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষকের পাশাপাশি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরাইল থানায় বিগত মাসে রুজুকৃত বিভিন্ন মামলার বাদীসহ অন্যান্য লোকজনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের কেন্দ্র বিন্দুতে ছিলেন বিভিন্ন স্কুল থেকে আগত ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও ২০১৪ সালে জেএসসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ৩৪ জন ছাত্র-ছাত্রী। পুলিশ সুপার তাদের মাঝে সনদপত্র এবং সম্মামনা স্মারক বিতরণ করেন। পুলিশ সুপার ধৈর্য সহকারে তাদের বক্তব্য শুনেন এবং তাৎক্ষণিকভাবে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের বিষয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণও তাদের মতামত ব্যক্ত করেন। তাছাড়া সরাইল থানা এলাকার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার গ্রাম পুলিশের সদস্যদের মাঝে ছাতা বিতরণ করেন। পুলিশ সুপার তার বক্তব্যে উপস্থিত মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়ার পাশাপাশি নিজেদেরকে মাদকমুক্ত রাখার জন্য আহ্বান জানান। তাছাড়া উপস্থিত ছাত্রীদেরকে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন করে তোলার জন্যও বক্তব্য প্রদান করেন। মেধাবী শিক্ষার্থীরা পুলিশ সুপার এর নিকট থেকে সম্মামনা পেয়ে অভিভূত হন এবং উপস্থিত শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও জেলা পুলিশের এরূপ উদ্যেগের প্রশংসা করেন। উপস্থিত শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদেরকেও এমনিভাবে সম্মানিত করার জন্য পুলিশ সুপারের নিকট আহবান জানালে তিনি এবিষয়ে অচিরেই পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্থ করেন। অনুষ্ঠানটি ০২.৩০ ঘটিকার সময় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হয়। প্রেস রিলিজ